Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-

** অত্র ইউনিয়নের প্রধান যানবাহন হচ্ছে:- ১। জীপ গাড়ী,  ২।  টেম্পু গাড়ী, ৩। সিএনজি ও ৪। রিক্সা

 

ক) উপজেলা সদর সরকারী হাসপাতাল গেইট থেকে বড়ঘোপ বাজার পর্যন্ত অথবা কুতুবদিয়া কলেজ পর্যন্ত- রিক্সাযোগে-  ১0-15/- (জনপ্রতি)।

খ) বড়ঘোপ বাজার থেকে বড়ঘোপ জেটিঘাট, উপজেলা সদর ও হাসপাতাল  গেইট পর্যন্ত - সিএনজিতে - ৪০-৪৫/- (জনপ্রতি), রিক্সাযোগে- ২০-২৫/- (জনপ্রতি)।

গ) উপজেলা সদর  থেকে মুরালিয়া অথবা দক্ষিন অমজাখালী  পর্যন্ত - সিএনজিতে - ৭০-৮০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৪০-৫০/- (জনপ্রতি)।

 

এছাড়া বড়ঘোপ ইউনিয়ন হতে পূর্ব দিনে কুতুবদিয়া-মগনামা  ফেরিঘাট  ডেনিস/ছোট  নৌকা  যোগে নদী পথ পাড়ী দিয়ে  পেকুয়া ও চকরিয়া হয়ে গাড়ী  যোগ স্থল পথে বিভাগীয় শহর এবং  জেলা শহরে আসা-যাওয়ায় প্রায় ৩.৫০ ঘন্টা সময় লাগে।

এবং নৌ-পথে লঞ্চ  যোগে মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে কক্সবাজার ৬নং  জেটিঘাটে  হয়ে কক্সবাজার  জেলায় যাতায়াতে ৩ ঘন্টার নদী পথ একই ভাবে বড়ঘোপ  জেটিঘাট হতে লঞ্চ  যোগে চট্টগ্রাম শহরে যাওয়া যায়।