কুতুবদিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের অবস্থান। উপজেলার সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ এই ইউনিয়ন পরিষদে অবস্থিত। ইহার পশ্চিমে বঙ্গোপসাগর উত্তরে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ পূর্বে কুতুবদিয়া চ্যানেল।
-ঃএক নজরে বড়ঘোপ ইউপি ঃ-
১। সাধারণ তথ্যঃ
ক) মোট আয়তনঃ ১৩.৮০ বর্গকিলোমিটার।(প্রায়)
খ) মোট মৌজার সংখ্যাঃ ০১টি
গ) মোট গ্রামের সংখ্যাঃ ০৯টি
ঘ) মোট ঘর-বাড়ীর সংখ্যাঃ ৪০০০টি।
২। জনসংখ্যা বিষয়ক তথ্য (মোট হিসেবে)ঃ (সদ্য সমাপ্ত জরীপ)
ক) নারীর সংখ্যাঃ ১২৭৪৯ জন
খ) পুরুষের সংখ্যাঃ ১৩১২৫ জন
গ) পরিবারের সংখ্যাঃ ৫০০০ টি (প্রায়)
ঘ) নারী প্রধান পরিবারের সংখ্যাঃ ৮০০টি(প্রায়)।
৩। শিক্ষা বিষয়ক তথ্যঃ
ক) শিক্ষার হারঃ ৬০%
খ) ফাজিল মাদ্রাসাঃ০১টি
গ) কলেজের সংখ্যাঃ ১টি
ঘ) হাই স্কুলের সংখ্যাঃ ২টি
ঙ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫টি
চ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫টি
ছ) দাখিল/ ফোরকানিয়া মাদ্রাসার সংখ্যাঃ ৪০টি।
৪। যোগাযোগ ব্যবস্থাঃ
ক) মোট পাকা রাস্তার দৈর্ঘ্যঃ ১৩ কিলোমিটার
খ) ব্রীজের সংখ্যাঃ ০২টি
গ) কালর্ভাট এর সংখ্যাঃ ১৬টি
৫। স্বাস্থ্য ও চিকিৎসাঃ
ক) হাসপাতালের সংখ্যাঃ ০১টি
খ) ক্লিনিকের সংখ্যাঃ ০১টি
গ) ঔষধের দোকানের সংখ্যাঃ ৫০টি
৬। পানি ও পয়ঃনিষ্কাশনঃ
ক) অগভীর নলকূপ ব্যবহারযোগ্যঃ ৫০০টি, অব্যবহার যোগ্যঃ ৫০টি
খ) গভীর নলকূপ ব্যবহাযোগ্যঃ ১৫০টি, অব্যবহারযোগ্যঃ ২৫টি
গ) স্বাস্থ্য সম্মত পায়খানা (সেনিটারী) ব্যবহারযোগ্যঃ ৩৮০০টি, অব্যবহারযোগ্যঃ ২০০টি
৭। হাট-বাজার
ক) মোট বাজারঃ ১টি
৮। ধর্মীয় উপাসনাগারঃ
ক) মোট মসজিদের সংখ্যা ঃ ২৮টি
খ) মন্দিরের সংখ্যাঃ ৪টি
৯। বাঁধঃ
ক) বাধের সংখ্যাঃ ২টি
খ) বাঁধের নামঃ ওয়াবদা বেঁড়িবাধ দৈর্ঘ্য ৬ কিলোমিটার
১০। অফিসঃ
ক) সরকারি অফিসের সংখ্যাঃ ২০টি
খ) এনজিও সংখ্যাঃ ৭টি
গ) ক্লাবের সংখ্যাঃ ১০টি
১১। আশ্রয় কেন্দ্রঃ
ক) মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যাঃ ১৫টি
১২। প্রাকৃতিক সম্পদঃ
ক) লবণ
খ) মাছ
সুত্রঃ ২০০৯ এর ইউপি কর্তৃক জরীপ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস